ভারতে করোনার প্রকোপ দিন দিন বাড়ছে। এখনও পর্যন্ত ভারতে মৃত্যু হয়েছে মোট ২৮ হাজার জনের। চিন্তার বিষয় হল দিন দিন মৃতের সংখ্যাও পাল্লা দিয়ে বেড়েই চলেছে। করোনায় মৃতের সংখ্যা হিসেবে ভারত স্পেনকে পিছনে ফেলে ৭ নম্বরে উঠে চলে এসেছে।
ওয়ার্ল্ডওমিটার অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত আমেরিকায় আক্রান্তের সংখ্যা প্রায় ৪০ লক্ষ। ব্রাজিলে ২১.২২ লক্ষ এবং ভারতে ১১.৭৫ লক্ষ। চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। আক্রান্তের সংখ্যা ৭.৮৩ লক্ষ। পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, আক্রান্তের সংখ্যা ৩.৭৩ লক্ষ।
প্রসঙ্গত, মারণ ভাইরাসের জেরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে আমেরিকায়। প্রায় ১.৪৪ লক্ষ মানুষ এই মহামারীর কারণে মারা গিয়েছেন। ব্রাজিলে মৃত্যু হয়েছে ৮০ হাজার জনের। ব্রিটেনে ৪৫ হাজার, মেক্সিকোতে ৩৯ হাজার, ইতালিতে ৩৫ হাজার, ফ্রান্সে ৩০ হাজার, ভারত ২৮ হাজার।
প্রসঙ্গত, কোভিড ১৯ ইন্ডিয়া অনুযায়ী, ভারতে মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯,৭০০ বেশি হয়ে গিয়েছিল। মঙ্গলবার দেশের মধ্যে মোট ৬৪০ জনের মৃত্যু হয়েছে।