গত ১৪ জুন দুঃসংবাদটা গোটা দেশকে স্তম্ভিত করে দিয়েছিল। আত্মঘাতী সুশান্ত। তারপর থেকে ঘটনার তদন্ত চলছে। একমাসের একটু বেশি সময় হয়েছে মারা গিয়েছেন বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আর এরই মধ্যে তাঁর জীবনী নিয়ে বায়োপিক তৈরি হওয়ার প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। আর সেখানে সুশান্তের ভূমিকায় দেখা যাবে টিকটক স্টার সচিন তিওয়ারিকে।
সুশান্তের মতোই চালচলন, মুখের হাসি তাঁর। অনেকেই সচিনকে সুশান্তের ‘কার্বন কপি’ বলছেন। এবার তাঁকেই সুশান্তের ভূমিকায় দেখা যাবে প্রযোজক বিজয় শেখর গুপ্তর ছবিতে। ছবির নাম ‘সুইসাইড অর মার্ডার: আ স্টার ওয়াস লস্ট’। সোশ্যাল মিডিয়ায় সেই ছবির পোস্টারও শেয়ার করেছেন প্রযোজক। সঙ্গে লিখেছেন, এই ছবির জন্য ‘আউটসাইডার’ সচিনকেই বেছে নিয়েছেন তিনি।
সুশান্তের মৃত্যুর পরই সচিনের আর্বিভাব হয়। সদ্য মুক্তিপ্রাপ্ত দিল বেচারার নায়কের মুখের মতো হওয়ায় ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১০ হাজারের বেশি। টিকটকে তাঁর ভিডিওগুলো বারবার মনে করিয়ে দিচ্ছে সুশান্ত সিং রাজপুতের কথা। তার চাহনি, কপালের উপর এসে পড়া চুল, নাচের স্টাইল- সবই যেন সুশান্তের মতো। বলিউড অভিনেতার মৃত্যুর পর যাঁর নাম ইতিমধ্যেই শোনা গিয়েছে সুশান্তের লুক-আলাইক হিসেবে। এবার সেই সচিনকেই পর্দায় প্রয়াত নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
ছবি নির্মাতাদের মতে সুশান্ত সিংয়ের বায়োপিক নয় এটা, তবে তাঁর জীবন থেকে অনুপ্রাণিত। বিজয় শেখর গুপ্তা বলেন, ‘সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যায় মৃত্যু আমাদের সকলকে অবাক করে দিয়েছে। কিন্তু এটা নতুন নয়। অনেক অভিনেতাই বাইরে থেকে এই ইন্ডাস্ট্রিতে আসেন বড় কিছু অর্জন করার লক্ষ্যে, কিন্তু কাজ না পাওয়ায় অনেকেই হতাশ হয়ে পড়েন। কেউ সেই হতাশাকে অতিক্রম করে সারা জীবন সংগ্রাম করে যান আবার অনেকে নিজের জীবন শেষ করে দেন’।
সোমবার ছবির নির্মাতারা ছবির প্রথম লুকস প্রকাশ করেন। যেখানে সচিন তিওয়ারিকে বহিরাগত হিসাবে দেখানো হয়েছে। এই ছবির পরিচালক শমিক মৌলিক বলেন, “আমরা সবকটি চরিত্র একে একে প্রকাশ করব। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে এই ছবিটি অবশ্যই বলিউডের অভ্যন্তরীনদের আসল চেহারাটি উন্মোচন করবে”। আর সচিন বলেন, “এত ভালবাসা পাব, ভাবতেই পারিনি। আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।”