ব্রিটেন, আমেরিকা, ব্রাজিল মিলিয়ে ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের উপর প্রতিষেধকের শেষ পর্যায়ের ট্রায়াল চলছে। অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি প্রতিষেধকটি যদি ফলাফল ভালো আসে তবে বিশ্বের মানুষের অনেক উপকার হবে।
জানা গিয়েছে, ব্রিটিশ পত্রিকা ‘দি ল্যানসেট’ (The Lancet)-এ আজই প্রকাশিত হতে পারে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধকের প্রথম পর্বের হিউম্যান ট্রায়ালের ফলাফল!
অক্সফোর্ডের করোনা টিকার বিশেষ পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান ডেভিড কার্পেন্টার জানান, ‘নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে সমস্ত পরীক্ষা-নিরীক্ষা। ফলে সেপ্টেম্বরের মধ্যেই মিলতে পারে এই প্রতিষেধক’। তাই ‘দি ল্যানসেট’-এ প্রকাশিত প্রথম পর্বের হিউম্যান ট্রায়ালের ফলাফলের দিকে তাকিয়ে গোটা বিশ্ব।
অগাস্ট মাস থেকেই ভারতে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনা টিকার হিউম্যান ট্রায়াল শুরু করতে চলেছে সিরাম ইনস্টিটিউট! তিন মাসের মধ্যেই অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধকের লক্ষাধিক ডোজ তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে বিশ্বের বৃহত্তম এই টিকা প্রস্তুতকারক সংস্থা।