লকডাউনের জেরে বন্ধ রেল চলাচল। তাই নেই নিত্যযাত্রীর চাপ। আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে রেল কর্তৃপক্ষ। এই সময়টাকেই কাজে লাগিয়ে নতুন করে সেজে উঠছে শিয়ালদহ স্টেশন।
ঢোকার মুখে আপনাকে স্বাগত জানাতে তৈরি হচ্ছে নানা শিল্পকার্য। মুরাল আর পোস্টারে চোখ জুড়োতে বাধ্য।
লক্ষাধিক যাত্রীর আনাগোনা এই স্টেশনে। হকারদের হাঁকডাকট্রেনের হুইসেল আর অ্যানাউন্সমেন্টে সরগরম স্টেশন চত্বর। এরই মাঝে আবর্জনার স্তুপ, কোথায় পানের পিক, কোথাও খাবারের উচ্ছিষ্ট। সবমিলিয়ে স্টেশনের অবস্থার কথা নতুন করে বলার অপেক্ষাই রাখে না।
কী কী থাকছে দেখে নেওয়া যাক
স্টেশনের ভিতর তৈরি হচ্ছে দোতলা ফ্যামিলি শপিং কমপ্লেক্স
কমপ্লেক্সের মধ্যেই থাকবে ১৫-২০টি দোকান
নির্ঝঞ্ঝাটে কেনাকাটা সারার জন্য কমপ্লেক্সে বসছে এসক্যালেটর
ফ্লাইওভারের দিক থেকে স্টেশনে ঢোকার মুখের রাস্তা সাফাই হচ্ছে
নেশাড়ুদের ঠেক সরিয়ে মাথা তুলছে ঝাঁ চকচকে দোকান
দোকান থেকে কেনাকাটা সেরে ট্রেনে উঠতে পারবেন যাত্রীরা
প্রসঙ্গত, মফস্বলের বহু মানুষ কাজকর্ম সেরে শিয়ালদহ দিয়েই বাড়ি ফেরেন। দরকারে খুঁটিনাটি জিনিস যাতে কিনতে পারেন স্টেশন থেকেই তার ব্যবস্থা করছে রেল কর্তৃপক্ষ। তবে শুধুই সৌন্দর্যায়ন নয় সঙ্গে নজর রাখা হচ্ছে যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকেও।