গত শনিবার গোটা দিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২১০০-র বেশি মানুষ। বুলেটিন প্রকাশ করে এদিন এমনটাই জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। যা দেখে মনে হতে পারে, বাংলার করোনা গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। অনেকের মতে, হয়তো গোষ্ঠী সংক্রমণের ফলে এমন উর্ধ্বমুখী করোনা সংক্রমণ। তবে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সেকথা মানতে নারাজ। তাঁর দাবি, কলকাতা তথা গোটা বাংলায় এখনও পর্যন্ত গোষ্ঠী সংক্রমণ হয়নি।
এদিন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখনও পর্যন্ত কলকাতায় গোষ্ঠী সংক্রমণ হয়নি। আক্রান্তদের বেশিরভাগই ফ্ল্যাট বাড়ির বাসিন্দা। গোষ্ঠী সংক্রমণ হলে শহরের বসতি এলাকায় আক্রান্তের সংখ্যা অনেক বৃদ্ধি পেত। এদিকে রাজ্যে গতকালই নতুন কনটেইনমেন্ট জোনের তালিকা এসেছে। দেখা যাচ্ছে ৪৮ ঘণ্টায় কলকাতায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা ২৪ থেকে বেড়ে হয়েছে ৩২।
এছাড়াও, নতুন করে কলকাতায় ৯টি জায়গাকে কনটেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। সেগুলি হল: বেলেঘাটা সিআইটি রোডের একটি আবাসন, চাউলপট্টির একটি বস্তি, মতিলাল বসাক লেনের বাড়ি ও আবাসন, রাজা গোপীমোহন স্ট্রিট ও কৈলাস বোস স্ট্রিট। পরে আলাপনবাবু জানান, শহরে ২৮ জুন থেকে গত শুক্রবার পর্যন্ত বসতি বাড়িতে আক্রান্তের সংখ্যা ১৭৪। পাকাবাড়িতে ১২০০ আর ফ্ল্যাটবাড়িতে ১৪০০। স্বরাষ্ট্রসচিবের কথায়, বসতি বাড়িতে নজরদারি করতে পারছে পুরসভা। কিন্তু সম্পন্ন গৃহস্থ বাড়িতে পুরসভার লোকেদের ঢুকতে দেওয়া হচ্ছে না। সেই কারণেই বাড়ছে সংক্রমণ।