দিল্লীতে ঘটে যাওয়া রক্তক্ষয়ী দাঙ্গার সময় পুলিশ মুসলিমদের, যারা সেই সময় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল, তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। ভারতীয় রাজধানীর ইতিহাসে ঘটা অন্যতম অন্ধকারতম অধ্যায়ের প্রায় পাঁচ মাস পর নিজেদের রিপোর্টে এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়োজিত সংখ্যালঘু কমিশন।
কেন্দ্রীয় সরকারের তরফে সংসদে গৃহীত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রস্তাবনার সময় থেকেই দেশের চতুর্দিকে হিংসার আগুন জ্বলছিল। তবে দিল্লীতে তা মারাত্মক আকার ধারণ করে। এই আইনে পার্শ্ববর্তী ছটি দেশের সকল ধর্মের শরণার্থীদের নাগরিকত্ব দেবে বলে জানিয়েছিল কেন্দ্র। তবে কেবল মুসলিমদের বাদ রাখা হয়েছিল সেই তালিকা থেকে।
সাম্প্রদায়িক সংঘর্ষের আগুন প্রায় এক সপ্তাহের জন্য স্তব্ধ করে দিয়েছিল রাজধানীকে। এই প্রসঙ্গে নিজের রিপোর্টে সংখ্যালঘু কমিশন জানিয়েছে, উত্তর-পূর্ব দিল্লীতে যখন সিএএ-র বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ চলছিল তখন বেছে বেছে মুসলিমদের বাড়ি, দোকান এবং যানবাহনে আগুন লাগানো হয়েছিল।