বাংলায় করোনা পরিস্থিতি খারাপ হলেও লকডাউনের পরিস্থিতি নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যসচিব রাজীব সিনহা। শনিবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব বলেন, “এখনই বাংলায় পুরো লকডাউনের কোনও সম্ভাবনা নেই। এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি।” তবে কন্টেইনমেন্ট জোনে যেমন কড়া লকডাউন চলছে তা চলবে বলে জানিয়েছেন মুখ্যসচিব।
রাজীব সিনহা বলেন, বেশি সংক্রমণ হচ্ছে যে জেলাগুলিতে, সেই রকম পাঁচটি জেলাকে নিয়ে একটি ক্লাস্টার করা হচ্ছে। সেই জেলাগুলি হল, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি। এর আগেই চার জেলায় নতুন চার জন নোডাল অফিসার নিয়োগ করেছিল নবান্ন। কলকাতার নোডাল অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে।
রাজীব সিনহা বলেছেন, প্যানিক করার বা হওয়ার কোনও কারণ নেই। কারণ রাজ্য সরকার প্রস্তুত। তাঁর কথায়, “করোনা যে গতিতে এগোচ্ছে, তার চেয়ে বেশি গতিতে আমরা এগোচ্ছি।”
আগের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কলকাতায় এত সংক্রামিত মানে তাঁরা সবাই কলকাতার লোক, এমন নয়। তিনি বুঝিয়ে বলেন, কারও বাড়ি হয়তো হাওড়ায়। তাঁর টেস্ট হয়েছে কলকাতায় বা শহরের কোনও হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন, তাঁদেরও কলকাতার বলে ধরা হচ্ছে। তার মানে সবাই কলকাতার বাসিন্দা নন।