করোনার জেরে গৃহবন্দি দর্শক মজেছেন ওটিটি প্ল্যাটফর্মে। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি-হটস্টার, জি ফাইভ কিংবা এই বাংলার হইচই— হিন্দি, ইংরেজি থেকে বাংলা, সিরিজ থেকে সিনেমা, সবের জন্যই হাতড়াচ্ছেন ডিজিটাল প্ল্যাটফর্মের শো-তালিকা। হলের বদলে ছবি মুক্তির জন্য বলিউড-টলিউডের নির্মাতারাও তাই ইদানীং বেছে নিচ্ছেন ওটিটি প্ল্যাটফর্মকেই।
তাই টক্কর চলছে জোর কদমেই। এক্কেবারে ১৭টি নতুন ছবি ও ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে। পিছিয়ে নেই অ্যামাজন প্রাইম ইন্ডিয়া, ডিজনি হটস্টার, জি ফাইভ কেউই। ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ডিজিটাল মুক্তির অপেক্ষায় থাকা ছবি ও সিরিজের তালিকা। পাল্লা দিয়ে বাড়ছে দর্শকের আগ্রহও।
।শুরুটা করে দিয়েছিল অমিতাভ বচ্চন-আয়ুষ্মান খুরানার ছবি ‘গুলাবো সিতাবো’। সেই সঙ্গে নতুন ওয়েব সিরিজ ‘পাতাল লোক’-ও। অ্যামাজন প্রাইমে তাদের মুক্তি, তা ঘিরে দর্শকের উন্মাদনা এবং দ্রুত বেড়ে যাওয়া জনপ্রিয়তা দেখে নড়েচড়ে বসে সবক’টি ওটিটি প্ল্যাটফর্মই। তার পর নেটফ্লিক্সে ‘বুলবুল’, জি ফাইভে লালবাজার, ডিজনি+হটস্টারে ‘আরিয়া’, হইচই-এ ‘তানসেনের তানপুরা’, অ্যামাজন প্রাইমে ‘ব্রিদ’ সিজন ২-এর মতো একের পর এক ছবি ও সিরিজের মুক্তি— ডিজিটাল বিনোদন চেটেপুটে নিয়েছেন দর্শক।
অ্যামাজন প্রাইম
শকুন্তলা দেবী: মানব-কম্পিউটার হিসেবে খ্যাত শকুন্তলা দেবীর বিরল প্রতিভার গল্প ও জীবনকাহিনি।
অভিনয়ে: বিদ্যা বালন প্রমুখ
পরিচালনা: অণু মেনন
দিল্লী: রাজনীতির দুনিয়ায় ওঠাপড়া, ঘাত-প্রতিঘাত, টালমাটাল অঙ্কের গল্প।
অভিনয়ে: সেফ আলি খান, ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভার প্রমুখ
পরিচালনা: আলি আব্বাস জাফর
ডিজনি+হটস্টার
দিল বেচারা: সুশান্ত সিংহ রাজপুত অভিনীত এই শেষ ছবিটি জনপ্রিয় হলিউডি ছবি ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’-এর হিন্দি রিমেক
অভিনয়ে: সুশান্ত সিংহ রাজপুত, সেফ আলি খান, সঞ্জনা সঙ্ঘি
পরিচালনা: মুকেশ ছাবড়া
লক্ষ্মী বম্ব: দক্ষিণী ছবি মুনি ২: কাঞ্চনার হিন্দি রিমেক এই ভুতুড়ে কমেডি, যার কেন্দ্রে রয়েছে তৃতীয় লিঙ্গের একটি চরিত্র।
অভিনয়ে: অক্ষয় কুমার, কিয়ারা আডবাণী
পরিচালনা: রাঘব লরেন্স
সড়ক ২: পূজা ভট্ট ও সঞ্জয় দত্ত অভিনীত জনপ্রিয় ছবি ‘সড়ক’ (১৯৯১)-এর সিক্যুয়েল এই ছবি।
অভিনয়ে: আলিয়া ভট্ট, আদিত্য রায় কপূর, সঞ্জয় দত্ত, পূজা ভট্ট
পরিচালনা: মহেশ ভট্ট
ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া: ১৯৭১ সালে ইন্দো-পাক যুদ্ধে স্কোয়াড্রন লিডার বিজয় কার্ণিকের বীরগাথা।
অভিনয়ে: অজয় দেবগণ, সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিংহ প্রমুখ
পরিচালনা: অভিষেক দুধাইয়া
নেটফ্লিক্স
লুডো: চার অপরিচিতের জীবন অপ্রত্যাশিত ভাবে একে অন্যের সঙ্গে জুড়ে যাওয়ার জমাটি কমেডি।
অভিনয়ে: অভিষেক বচ্চন, আদিত্য রায় কপূর, রাজকুমার রাও, ফতিমা সানা শেখ, সানিয়া মলহোত্র, পঙ্কজ ত্রিপাঠী প্রমুখ।
পরিচালনা: অনুরাগ বসু
তোড়বাজ: ব্যক্তিগত শোক কাটিয়ে উঠে পাল্টে যাওয়ার, রিফিউজি ক্যাম্পের একদল ছেলেমেয়েকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার গল্প বলবে এই অ্যাকশন থ্রিলার। উত্তরণের প্রেক্ষাপটে থাকছে ক্রিকেটের টানটান উন্মাদনা।
অভিনয়ে: সঞ্জয় দত্ত, নার্গিস ফকরি, রাহুল দেব প্রমুখ।
পরিচালনা: গিরিশ মালিক
ডলি কিটি অউর উয়োহ চমকতে সিতারে: দুই বোনের এক গোপন সত্য এবং মুক্তির খোঁজে লড়াইয়ের এক অন্য স্বাদের গল্প।
অভিনয়ে: কঙ্কনা সেনশর্মা, ভূমি পেডনেকর প্রমুখ।
পরিচালনা: অলঙ্কৃতা শ্রীবাস্তব
রাত অকেলি হ্যায়: খুন, প্রতিহিংসা, অপরাধের জাল কেটে রহস্যভেদের জমজমাট ক্রাইম থ্রিলার।
অভিনয়ে: রাধিকা আপ্তে, নওয়াজউদ্দিন সিদ্দিকী, তিমাংশু ঢুলিয়া, আদিত্য শ্রীবাস্তব, নিশান্ত দাহিয়া, শ্বেতা ত্রিপাঠী
পরিচালনা: হানি ত্রেহান
গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল— ভারতের প্রথম মহিলা এয়ারফোর্স পাইলটের কার্গিল যুদ্ধে অংশ নেওয়ার কাহিনি।
অভিনয়ে: জাহ্নবী কপূর, পঙ্কজ ত্রিপাঠী, অঙ্গদ বেদী প্রমুখ
পরিচালনা: শারণ শর্মা