করোনা অতিমহামারীর মধ্যে ভারতে স্মার্টফোনের বিক্রি কমেছে ৪৮ শতাংশ। স্মার্টফোন কোম্পানিগুলির মধ্যে যার বিক্রি বিশেষ কমেনি, সে হল অ্যাপল। কিন্তু স্যামসাং-এর যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভারতে উৎপাদন হয়েছে মাত্র ১ কোটি ৭৩ লক্ষ স্মার্টফোন।
শুক্রবার প্রকাশিত এক রিপোর্টে ক্যানালস নামে এক সমীক্ষক সংস্থা জানায়, “ভারতে স্মার্টফোনের বাজারে সহজে ক্ষতি সামলে ওঠা সম্ভব হবে না। লকডাউন শিথিল হওয়ার পরে স্মার্টফোনের বিক্রি কিছু বেড়েছিল। কিন্তু স্মার্টফোনের উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয়েছে। প্রথমত যথেষ্ট সংখ্যক কর্মী পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত অতিমহামারীর সময় নানা নিয়ম-কানুন মেনে উৎপাদন করতে হচ্ছে। তার ফলে উৎপাদন কমছে”।
অর্থভাণ্ডার বা আইএমএফ জানিয়েছে, ২০২০ সালে ভারতের প্রতিটি অর্থনৈতিক ক্ষেত্রেই কাজকর্ম কমবে। অর্থনীতি সংকুচিত হবে ৪.৫ শতাংশ হারে। অর্থনীতির এই সংকোচন ঐতিহাসিক। কারণ নিকট অতীতে ভারতের অর্থনীতির বহর কখনও এভাবে কমেনি।
আইএমএফ আরও জানিয়েছে, ২০২০ সালের প্রথমার্ধে অর্থনীতির ওপরে কোভিড ১৯ মহামারীর যে প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হয়েছিল, বাস্তবে তার চেয়ে বেশি প্রভাব পড়েছে। যত তাড়াতাড়ি অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশা করা হচ্ছিল, বাস্তবে তা সম্ভব হবে না।