করোনা রোগীরা যাতে যথাযথ চিকিৎসা পান সে বিষয়ে সদাসচেষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার উদ্যোগেই মালদহ মেডিক্যাল কলেজে চালু হচ্ছে ১২৫ শয্যার কোভিড ওয়ার্ড।
আগামী ২০ জুলাই থেকে আপাতত ১২৫ শয্যা নিয়ে কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। ওল্ড মালদহের নারায়ণপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে একটি বেসরকারি হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসাবে গড়ে তোলা হয়েছিল। করোনা আক্রান্তদের সেখানে রেখেই চিকিৎসার ব্যবস্থা করে প্রশাসন। এর পাশাপাশি চাঁচোল, মানিকচক ও কালিয়াচক-১ নম্বর ব্লকে করোনার আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। এবারে নতুন করে ১২৫ বেডের কোভিড ওয়ার্ড চালু করতে চলেছে স্বাস্থ্যদফতর।
মেডিক্যাল কলেজের নবনির্মিত ট্রমা কেয়ার ওয়ার্ডটি কোভিড ওয়ার্ডের জন্য ব্যবহার করা হবে। এবার থেকে কোভিড আক্রান্তদের চিকিৎসা শুরু হবে মেডিক্যাল কলেজেই। এই মর্মে একটি নির্দেশিকা জেলায় পাঠিয়েছে রাজ্যের স্বাস্থ্য ভবন। বৃহস্পতিবার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসার প্রস্তাব অনেক আগেই দেওয়া হয়েছিল। কিন্তু জনবহুল মেডিক্যাল কলেজে কোভিড ওয়ার্ড চালু করা হলে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কায় নবান্ন থেকে সেই প্রস্তাব খারিজ করে দেওয়া হয়। কিন্তু এবার যথাযথ ব্যবস্থা নিয়েই শুরু হচ্ছে এই কোভিড ওয়ার্ড।