অক্টোবর ও নভেম্বরে দেশে করোনা সংক্রমণ তুঙ্গে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন দেশের বিশিষ্ট স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিন্তু এই আবহেই বিহারে রয়েছে বিধানসভা ভোট। এবার বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৈরি হয়ে গেল অলিখিত সরকার বিরোধী জোট৷ কংগ্রেস-সিপিএম-সিপিআই-আরজেডি সহ ৯টি রাজনৈতিক দলের জোটের দাবি, বিহার বিধানসভা নির্বাচনকে ‘করোনা সুপার স্প্রেডার’ হতে দেওয়া যাবে না৷ এই মর্মে জাতীয় নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে সরকার বিরোধী ৯টি রাজনৈতিক দল৷
প্রসঙ্গত, অক্টোবর ও নভেম্বরে যখন দেশে করোনা সংক্রমণ তুঙ্গে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন দেশের বিশিষ্ট স্বাস্থ্য বিশেষজ্ঞরা, সেই সময়ে বিহার বিধানসভা নির্বাচনের আয়োজন করতে গিয়ে কোনওভাবে যাতে করোনা সংক্রমণ মারাত্মক বৃদ্ধি করে ফেলা না হয়, সেদিকে নজর রেখেই কংগ্রেস-বাম-আরজেডি সহ ৯টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনকে চিঠি লিখে বিশেষ সতর্কতা গ্রহণের অনুরোধ করেছে৷
শুক্রবার নয়াদিল্লীতে এই দলগুলির প্রতিনিধিরা বৈঠক করার পর নির্বাচন কমিশনকে চিঠি লেখা হয়৷ তাদের অভিযোগ, ‘বিহারের পরিস্থিতি যা দেখা যাচ্ছে তার থেকে অনেক বেশি ভয়াবহ, কারণ এখানে সঠিক মাত্রায় করোনা পরীক্ষা হচ্ছে না৷ অক্টোবর-নভেম্বরে বিহারে সংক্রমিত রোগীর সংখ্যা দশ লাখ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ বিহারে এমন অসংখ্য সংক্রামিত রোগী আছেন, যারা লক্ষণহীন, এদের কোনও পরীক্ষা করা হচ্ছে না৷ স্বভাবতই এই লোকদের যাতায়াত আরও বেশি সংক্রমণের আশঙ্কা তৈরি করছে৷’