রাজ্যে করোনা পরিস্থিতি যেমন ক্রমশই হাতের বাইরে চলে যাচ্ছে, তেমনি বন্যাতেও এখন জেরবার আসাম। সেখানে চলতি বন্যায় এখনও পর্যন্ত ২৮ জেলার ৩৫,৭৫,৮৩২ জন মানুষ ক্ষতিগ্রস্ত। ৭১১টি ত্রাণশিবিরে আছেন ৫১,৪২১ জন। এখন পর্যন্ত মারা গিয়েছেন ১০৪ জন। ৮৬টি বন্যপ্রাণীরও মৃত্যু হয়েছে।
এই পরিস্থিতিতে আজ তিব্বতের ধর্মগুরু দলাই লামা আসামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি শোক জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উদ্দেশ্যে চিঠি লেখেন। দলাই চিঠিতে বলেন, বন্যায় প্রতি বছরই দুর্দশায় পড়েন আসামবাসী। এ বছর করোনা ও বন্যার জোড়া আক্রমণে তাঁদের অবস্থা শোচনীয়।
উল্লেখ্য, ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ফুটবল দল আর্সেনাল বন্যা দুর্গত অসমের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে ইনস্টাগ্রাম ভিডিও পোস্ট করেছে। নাম দিয়েছে, ‘উই আর উইদ ইউ’। সঙ্গে দেওয়া হয়েছে তার অসমীয়া অনুবাদ, ‘আমি আসো আপোনালুকর লগত’। আসামের অভিনেতা আদিল হুসেন ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘যেখানে আর্সেনাল অসমের মানুষের পাশে দাঁড়াচ্ছে সেখানে ভারতের সেলেব্রিটি, ক্রিকেট তারকারা কেন সরব হচ্ছেন না?’