শুক্রবার ভোরে মধ্যপ্রদেশ থেকে নিয়ে আসার সময় কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবেকে এনকাউন্টারে খতম করেছে উত্তরপ্রদেশ পুলিশ। তবে বিরোধীদের আশঙ্কা, বিকাশ দুবের এনকাউন্টার পুলিশকর্মীদের সাজানো। বিকাশের নানাবিধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত প্রশাসন এবং রাজনৈতিক মহলের বহু পাকা মাথাকে রেহাই দিতেই হত্যা করা হয়েছে তাকে। এ নিয়ে যখন চরমে উঠেছে বিতর্ক, তখন খোদ নিজের ঘরেই নিজে হাতে আগুন লাগালেন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক তথা মন্ত্রী তুলসী শিলাবত। সম্প্রতি বিকাশ এনকাউন্টার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সমাজের কলঙ্ক বলে আখ্যাব্দেন। তাঁর এই মন্তব্যের পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ওঠা একটি ভিডিওতে মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এরা সমাজের জন্য কলঙ্ক। তাঁর এই ভিডিও নিয়ে শোরগোল পরে যেতেই এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যে ব্যক্তি সমাজের জন্য কলঙ্ক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এক অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর জন্য আমি ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে। এবং আমার এই ভিডিও বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে কংগ্রেস যেসব মন্তব্য করছে তার তীব্র নিন্দা জানাচ্ছি আমি।’ একইসঙ্গে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির ওই মন্ত্রী। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। দলীয় বিধায়কের এ হেন মন্তব্যে বেজায় অস্বস্তিতে গেরুয়া শিবির।