সম্প্রতি ইন্টারনেটে নাগাল্যান্ডের একটি কুকুর বিক্রির বাজারের ছবি ভাইরাল হওয়ার পর নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। এরপরই কুকুরের মাংস কেনাবেচা বা খাওয়া নিষিদ্ধ ঘোষণা করল নাগাল্যান্ড সরকার। শুক্রবার নাগাল্যান্ড সরকারের তরফে একটি ট্যুইটবার্তায় জানানো হয়, রাজ্যে রান্না করা বা না করা সমস্ত ধরনের কুকুরের মাংস বিক্রি ও খাওয়া বন্ধ করা হল।
দিন কয়েক আগে অস্বস্তিকর এক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, একটি ব্যাগের মধ্যে নৃসংশভাবে একটি কুকুরকে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। অবলা পশুটির মুখ শক্ত করে দড়ি দিয়ে বাঁধা৷ এরপরে ভারতীয় পশু সংরক্ষণ সংগঠন, Federation of Indian Animal Protection Organisations-এর তরফে বৃহস্পতিবার সরকারের কাছে নতুন একটি আবেদনে কুকুরের মাংস বেচাকেনা বন্ধ করার প্রস্তাব আনা হয়।
এফআইএপিও-র তরফে ২০১৬ সাল থেকে গোপনে তদন্ত চালানো হচ্ছিল। তাদের তদন্তে দেখা গিয়েছে, নাগাল্যান্ড মূলত উত্তর পূর্বের রাজ্যগুলি থেকে কুকুর নিয়ে যায়। আসাম থেকে প্রচুর কুকুর এ ভাবে বেআইনিভাবে পাচার করা হয়। এমনকী বাংলা থেকেও পাচার হয় কুকুর। আসামে কুকুর ধরেন যাঁরা, প্রতি কুকুর পিছু তাঁরা ৫০ টাকা করে পান৷ নাগাল্যান্ডে সেই কুকুরটারই হোলসেল রেট ১০০০ টাকা। নাগাল্যান্ডের রাস্তায় প্রতি কেজি কুকুরের মাংস ২০০ টাকায় বিক্রি হয়।
প্রসঙ্গত, প্রিয়াঙ্কা চোপড়ার ছবি ‘মেরি কম’-এর পরিচালক ওমঙ্গ কুমার এফআইএপিও এর তরফে অনলাইন প্রচারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন।