গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ার কারণে ন্যাশনাল এলিজিবিলিটি অ্যান্ড এন্ট্রান্স টেস্ট তথা নিট এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ফের পিছিয়ে দেওয়া হল।
সাধারণত এপ্রিল মে মাসে এই পরীক্ষাগুলি হয়। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, এই সব পরীক্ষা জুলাইতে হবে। নিট হওয়ার কথা ছিল ২৬ জুলাই। আর ১৮ থেকে ২৩ জুলাই জয়েন্ট হওয়ার কথা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে সার্বিক যা পরিস্থিতি তাতে জুলাইতেও জয়েন্ট, নিট পরীক্ষা নেওয়া সম্ভব নয়।
শুক্রবার রাতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক জানিয়েছেন, জয়েন্ট এন্ট্রাস মেইন পরীক্ষা হবে ১ থেকে ৬ সেপ্টেম্বর। আর নিটের পরীক্ষা নেওয়া হবে ১৩ সেপ্টেম্বর। জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা হবে ২৭ সেপ্টেম্বর।