বরাবরের মতই প্রতিশ্রুতির ফোয়ারা ছুটিয়েছিলেন তিনি। কিন্তু দেখা গেল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা মত কেন্দ্রের রেশন পৌঁছচ্ছেই না পরিযায়ীদের কাছে। লকডাউন পরিস্থিতিতে দেশে পরিযায়ী শ্রমিকদের অন্নাভাব মেটাতে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, সরকারি তথ্যই বলছে সেখানে উপকৃতদের সংখ্যা নগণ্য।
জানা গিয়েছে, মোদীর ঘোষিত আত্মনির্ভর ভারত প্যাকেজের মাধ্যমে ৮ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্যের মাত্র ১৩ শতাংশ পেয়েছেন পরিযায়ীরা। মে এবং জুন মাসের এই পরিসংখ্যানই প্রকাশিত হয়েছে সরকারি নথিতে। আর এরপরই ছড়ায় চাঞ্চল্য।
প্রসঙ্গত, লকডাউনের প্রভাবে কাজ হারানো পরিযায়ীদের শ্রমিকদের নিখরচায় খাদ্যশস্য দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার। সম্প্রতি ভোক্তা বিষয়ক মন্ত্রকের প্রকাশিত তথ্যে দেখা গিয়েছে, বিনামূল্যে ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু ৮ কোটি পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ডই নেই। মাত্র ২ কোটি ১৩ লক্ষ এই প্রকল্পের সুবিধা নিতে পেরেছেন।
মন্ত্রক প্রকাশিত তথ্যানুযায়ী, মে মাসে নিখরচ রেশনের সুবিধা পেয়েছেন ১ কোটি ২১ লক্ষ। জুন মাসে সেই সংখ্যা কমে ৯২ লক্ষ ৪৪ হাজার হয়েছে। ১৪ মে যে আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছিল সেই মোতাবেক অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান যে এই সুবিধা পাবেন ৮ কোটি পরিযায়ী শ্রমিক পরিবার।
তথ্যে এও দেখা গিয়েছে যে দেশের ৩৬টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি মে এবং জুনের মাসের জন্য ধার্য আত্মনির্ভর ভারত প্রকল্পের ৮ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্যের ৮০ শতাংশ নিয়েছে। কিন্তু জুন মাস অবধি তারা মাত্র ১ লক্ষ মেট্রিক টন অর্থাৎ ১৩ শতাংশ খাদ্যশস্য প্রকল্পের সুবিধাভোগীদের দিয়েছেন। রিপোর্টে এ-ও দেখা গিয়েছে, বিনামূল্যে দু’মাসের খাদ্যশস্য দেওয়ার কোটা মানা হয়নি বহু রাজ্যে।