গত ১৫ জুন রাতে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনার সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হন। আহত হন আরও ৭৬ জন। সেদিনের সংঘর্ষের পর থেকেই গোটা দেশ চীনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে। দেশজুড়ে চীনা পণ্য বয়কটের ডাক উঠেছে। এই পরিস্থিতিতে গতকাল ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে মোদী সরকার। তবে বিরোধীদের তরফে আক্রমণ চলছেই। এবার যেমন কেন্দ্রীয় সরকারের দ্বিচারিতা নিয়ে সরব কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
তাঁর কথায়, তথ্য বলছে মোদী সরকার ক্ষমতার আসার পরেই চীন থেকে আমদানি বেড়েছে ভারতের। সে ক্ষেত্রে এই চীনা অ্যাপ নিষিদ্ধ করা মোদী সরকারের দ্বিচারিতা ছাড়া কিছুই নয়। এদিন নিজের টুইটারে একটি ছবি পোস্ট করে রাহুল বলেন, তথ্য মিথ্যে কথা বলে না। ছবিতে তিনি দেখিয়েছেন, মনমোহন সিংয়ের সময় অর্থাৎ কংগ্রেস সরকারের আমলে চীন থেকে পণ্য আমদানি অনেক কম ছিল। বিজেপি সরকারের আমলে আমদানির পারদ চড়চড় করে বেড়েছে। এই প্রেক্ষিতে তিনি মন্তব্য করেছেন, ‘বিজেপি কথায় বলে মেক ইন ইন্ডিয়া, কিন্তু কাজে করে বাই ফ্রম চায়না’! এক কথায় কেন্দ্রের দ্বিচারিতা তুলে ধরে নরেন্দ্র মোদি সরকারকে তুলোধোনা করেছেন রাহুল।