একেই করোনা ভাইরাসের সংক্রমণে জর্জরিত গোটা বাংলাদেশ। তার মাঝেই গতকাল বাংলাদেশে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। ঢাকায় বুড়িগঙ্গা নদীতে দুটি লঞ্চের সঙ্গে ভয়াবহ সঙ্ঘর্ষে ডুবে যায় একটি লঞ্চ। তাতে ৩০ জনের বেশি যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অনেকেই। আর এই ঘটনাতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান। দেশ থেকে কয়েকহাজার মাইল দূরে থাকলেও বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় শোকে মূহ্যমান শাকিব আল হাসান। করোনা সঙ্কটের মুহূর্তে এই ঘটনা মেনে নিতে পারছেন না বর্তমানে মার্কিন মুলুকে থাকা শাকিব।
নিজের ফেসবুক পোস্টে শাকিব লিখেছেন, “প্রতিটি শোক সংবাদ হতাশার, বেদনার। গত চারমাস ধরে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে। এর মধ্যে আবার বুড়িগঙ্গা নদীর তীরে লঞ্চ ডুবে এখন পর্যন্ত ৩০ জনেরও বেশি মানুষের প্রাণহানী এবং এখনও পর্যন্ত বেশ কিছু যাত্রী নিঁখোজ রয়েছে। সত্যি বলতে আমি কোন ভাবেই নিজেকে স্বান্তনা দিতে পারছি না।”
তিনি ইতিমধ্যেই করোনা সংক্রমণের পর দেশের সাহায্যে এগিয়ে এসেছেন। বিদেশে থাকায় শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও ত্রাণের মাধ্যমে সাহায্য চালিয়ে গিয়েছেন। বাংলাদেশ কে করোনার হাত থেকে বাঁচাতে এগিয়ে এসেছে গোটা বাংলাদেশ টিমও। এরমধ্যেই দেশের রাজধানী ঢাকায় এমন ভয়ঙ্কর দুর্ঘটনায় ভেঙে পড়েছেন কমবেশি সকলেই।