মারণ ভাইরাস করোনার আগমন কাল থেকেই কেন্দ্রীয় সরকারের যে ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হচ্ছে, এবার সেই নাইসেডের ডিরেক্টর শান্তা দত্ত কোভিডে আক্রান্ত হলেন। মঙ্গলবার তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে একটি সূত্রের খবর। জানা গিয়েছে, তাঁর লালারসের নমুনা পরীক্ষা হয়েছিল শনিবার। তাতে রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। তবে শুধু শান্তা দত্ত নন। নাইসেডের আরও এক অধিকর্তাও নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর।
যদিও স্বাস্থ্য ভবন এখনও এ ব্যাপারে সরকারি ভাবে কিছু জানায়নি। কোভিড আক্রান্ত এই দুই অধিকর্তার সংস্পর্শে আসা নাইসেডের আরও ৩০ জন কর্মীর নমুনা পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, করোনা সংক্রমণের প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারের ল্যাবরেটরি নাইসেডের এই ল্যাবে নমুনা পরীক্ষা হচ্ছে। তবে ল্যাবের একটি সূত্রের খবর, টেস্ট করার জায়গায় নিজে সরাসরি প্রায় কখনওই যেতেন না শান্তা দত্ত। বাকি সময়েও যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই থাকতেন। তাছাড়া নিয়ম মেনে স্যানিটাইজ করা হয় গোটা ল্যাবরেটরি। তার পরেও সংক্রমণ কোথা থেকে থাবা বসাল, সেটাই ভেবে পাচ্ছেন না অনেকে।