ইতিমধ্যেই বাংলার রাজনৈতিক মহলে থাবা বসিয়েছে করোনা। বাংলার বহু নেতাই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এবার সেই তালিকায় নাম জুড়ল বারাসতের বিদায়ী পুরপ্রধানেরও। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্রে খবর, গত তিনদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। সন্দেহবশত, কোভিড পরীক্ষা করানো হয় তার। সোমবার বিকেলে রিপোর্ট হাতে আসে। তাতেই দেখা যায় তিনি করোনা আক্রান্ত। রিপোর্ট হাতে আসার পর এক মুহূর্ত সময়ও নষ্ট করা হয়নি।
উত্তর ২৪ পরগনায় এখনও পর্যন্ত মোট ২ হাজার ৭৯৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬৩৫ জন। মৃত্যু হয়েছে ৯৯ জনের।
প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সহ সভাপতি, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, মধ্যমগ্রামের কাউন্সিলর-সহ আরও অনেকেই। এছাড়াও রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুও করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। আবার ফলতার বিধায়ক তমোনাশ ঘোষের প্রাণহানিও হয়েছে।