আদি এবং নব্য গোষ্ঠী দ্বন্দ্ব বিজেপিতে লেগেই থাকে। এবার ফের ঘটল সেই ঘটনা। ডেকে পাঠিয়ে দলের বিরুদ্ধ গোষ্ঠীর দুই নেতাকে বেধড়ক মারধর করল বিজেপি’র অন্য গোষ্ঠী।
গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে নানান বিড়ম্বনায় পড়তে হচ্ছে বিজেপিকে। বিভিন্ন জায়গায় বিজেপির গোষ্ঠীকোন্দল সামনে আসছে। আর এই কোন্দলকে কেন্দ্র করে নিজের দলের নেতারা জড়িয়ে পড়ছেন মারামারিতে। সেই রকমই এক গোষ্ঠীকোন্দলের জেরে বিজেপি’র এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর লোকজনের ওপর চড়াও হয়েছে বলে অভিযোগ। শনিবার রাতে ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের কালনার তেঁতুলতলা এলাকায়। এই ঘটনায় অভিযোগের তির উঠেছে স্থানীয় বিজেপি ব্লক সভাপতি সুভাষ পাল তার অনুগামীদের বিরুদ্ধে।
আক্রান্তদের অভিযোগ, সুভাষ বাগ তার লোকজনকে দিয়ে অন্য শিবিরের সুশীল বাগ ও তার অনুগামীদের একটি দোকানে ডেকে পাঠান। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে সুশীল বাগ ও বীরেন মল্লিক হাজির হলে তাদেরকে রড ও বাঁশ দিয়ে মারধর করা হয়। আক্রান্ত ওই দুই নেতা কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য, শনিবারই জেলা সভাপতি কৃষ্ণ ঘোষের ওপর ক্ষোভ উগরে দিয়েছিলেন সুশীল বাগ ও বীরেন মল্লিকরা। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে ওই কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিজেপি’র এক গোষ্ঠীর বিরুদ্ধে।