সোমবার সকালে এক ভয়াবহ ফেরি দুর্ঘটনা ঘটল বাংলাদেশের বুড়ি গঙ্গায়। মৃত্যু হল কমপক্ষে ২৩ জনের। আরও ১২ জন নিখোঁজ। উদ্ধারকারীরা জানিয়েছেন, সোমবার সকালে বাংলাদেশের রাজধানী ঢাকায় অন্য একটি জলযানের সঙ্গে ধাক্কা লাগে ওই ফেরির।
সূত্রের খবর, ওই ফেরিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। বাকিদের খোঁজে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। এই প্রসঙ্গে দমকল কর্মী এনায়েত হোসেন জানিয়েছেন, ‘নৌকাটি উলটে গিয়েছে। তার ভেতর থেকে এখনও পর্যন্ত ২৩টি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।’