করোনার জেরে বিশ্বজুড়ে লকডাউন৷ সব কিছুর পাশাপাশি বিমান পরিষেবাও ব্যাহত। যদিও দেশের আন্তঃরাজ্য বিমান পরিষেবা শুরু হলেও পুরোদমে বিমান চলাচল শুরু হয়নি। বিমান পরিষেবা কবে স্বাভাবিক হতে পারে সেই নিয়ে মন্তব্য করে চাঞ্চল্য বাড়ালেন ইন্ডিগো এয়ারলাইন্সের সিইও রনজয় দত্ত।
তাঁর কথায়, “দেশে বিমান পরিষেবা স্বাভাবিক হতে কমপক্ষে দুই বছর সময় লাগবে। কারণ এই মুহূর্তে ইন্ডিগো খরচ কমানোর দিকে বেশি নজর দিচ্ছে। একই সঙ্গে অন্যান্য বিমান সংস্থাও খরচ কমানোর কথাই ভাবছে। এই মুহূর্তে ভাইরাস পরিস্থিতি যে আকার নিয়েছে তাতে মানুষ বিমান পরিষেবা গ্রহণ করার মতো অবস্থায় নেই। সতর্ক হলেও সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। আর এক্ষেত্রে বিমানযাত্রার জেরে ভাইরাস সংক্রমণ হওয়ার আশঙ্কা অনেক বেশি। সে ক্ষেত্রে পরিস্থিতি যতদিন না ইতিবাচক হচ্ছে ততদিন বিমান পরিষেবা স্বাভাবিক হবার সুযোগ নেই”।
শুধু ভারতের ক্ষেত্রে নয় বিশ্বের ক্ষেত্রেও। গোটা বিশ্বে ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে স্বাভাবিক রূপে বিমান পরিষেবা শুরু করা অসম্ভব। আর বিমান পরিষেবা শুরু না হলে ব্যবসায় উন্নতি হবার সম্ভাবনা নেই।