করোনাভাইরাসের আতঙ্কে মেলবোর্নের ভিক্টোরিয়া প্রদেশে জোরালো ভাবে লকডাউন চালু রেখেছে অজি সরকার। ডিসেম্বরে পরিস্থিতি কী থাকবে, কেউ জানে না। এই অবস্থায় এমসিজিতে টেস্ট চাইছেন না মার্ক টেলর।
ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বক্সিং ডে টেস্ট। সেটা হতে পারে ফাঁকা মাঠে। যেখানে গ্যালারির একটা আসনও ফাঁকা থাকার কথা নয়, সেখানে করোনার জন্য এমন হতে পারে। সেটা হলে দৃশ্যটা যে খুবই পীড়াদায়ক হবে, সেটাই মনে করিয়ে দিলেন মার্ক টেলর। অস্ট্রেলিয়া ক্রিকেটের কিংবদন্তি টেলর বলে দিচ্ছেন, ‘প্রয়োজনে এমসিজি থেকে ম্যাচ সরিয়ে পারথ বা অ্যাডিলেড ওভালে নিয়ে যাওয়া হোক।’
ডিসেম্বরে পরিস্থিতি কী থাকবে, কেউ জানে না। এ দিকে, ২৬ ডিসেম্বর শুরু বক্সিং ডে টেস্ট। সেটা ভেবেই টেলরের যুক্তি, ‘পরিস্থিতি বুঝে বক্সিং ডে ম্যাচ পারথের অপটাস স্টেডিয়াম বা অ্যাডিলেড ওভালে নিয়ে যাওয়া উচিত। ওখানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। খেলা হলে অনেক দর্শক মাঠে আসতে পারবেন। এমসিজিতে টেস্ট হলে করোনার আতঙ্কে হয়তো ১০-২০ হাজার সমর্থককে ঢুকতে দেওয়া হবে। যেটা ভারত-অস্ট্রেলিয়ার এ রকম একটা আইকনিক টেস্টের পক্ষে মোটেই সম্মানজনক হবে না।’
অ্যাডিলেডে খেলা হলে উন্মাদনা কী রকম হতে পারে, তা-ও মনে করিয়ে দিয়েছেন টেলর। বলেন, ‘বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচটা মনে করুন। ৫২ মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে গিয়েছিল।’