কাশ্মীরের অনন্তনাগে আজ ভোরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে হিজবুল কমান্ডার-সহ ৩ জঙ্গী খতম হয়েছে। জানা গিয়েছে, রবিবার রাতে গোপন সূত্রে নিরাপত্তারক্ষীরা খবর পেয়ে ভোর রাতেই তল্লাশি অভিযান শুরু করেন। সেখানে নিরাপত্তারক্ষীদের দেখতে পেয়েই গুলি চালাতে শুরু করে জঙ্গীরা। শুরু হয় এনকাউন্টার।
অনন্তনাগের খুলচোহার এলাকায় হয় এই এনকাউন্টার। একটি বাড়িতে জঙ্গীরা লুকিয়ে ছিল। বাড়িটিকে ঘিরে ফেলেন জওয়ানরা। বেশ কিছুক্ষণের গুলি বিনিময়ের পরে তিন জঙ্গীই খতম হয়েছে বলে জানা গিয়েছে। তিন জঙ্গীর কাছে একে ৪৭ বন্দুক ও অন্যান্য আগ্নেয়াস্ত উদ্ধার হয়েছে। তাছাড়াও শুক্রবার এই অনন্তনাগেই জঙ্গী হানায় এক সিআরপিএফ জওয়ান শহিদ হন। মৃত্যু হয় এক পাঁচ বছরের শিশুর।
প্রসঙ্গত, কাশ্মীর পুলিশের তরফে জানা গেছে, কাশ্মীরের দোদা জেলা সম্পূর্ণ রূপে জঙ্গীমুক্ত হয়েছে। একটি টুইটারে কাশ্মীর পুলিশ লেখেন, “আজ সকালে অনন্তনাগে তিন জঙ্গীর নিকেশ হয়েছে। দোদা জেলার শেষ জীবিত জঙ্গী ছিল মাসুদ। আজ এনকাউন্টারে তার মৃত্যুর পর দোদা জেলা সম্পূর্ণ রূপে জঙ্গী মুক্ত হল”।