অন্যান্য বছরের তুলনায় এই ২০২০ সাল একেবারেই আলাদা। কোভিড আতঙ্কে এইবছর গোটা পৃথিবী সন্ত্রস্ত। বন্ধ সমস্ত মিটিং-জমায়েত। তাই ২১ জুলাই ধর্মতলায় অন্যান্য বারের মতো জমায়েত সম্ভব নয় বলে শুক্রবারই জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। তবে বিকল্প পথে দল কী ভাবে শহীদ দিবস পালন করবে, তা আগামী ৩ জুলাই, শুক্রবার ঘোষণা করা হতে পারে। ওই দিন বিকেল ৪টেয় দলের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি ও পর্যবেক্ষকদের সঙ্গে ভিডিও-বৈঠক করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
তবে দলের অনেকেই মনে করছেন ত্রাণ-দুর্নীতি নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ৩ তারিখের বৈঠকে শৃঙ্খলার প্রশ্নেও কঠোর বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। নবান্নে গত ২৪ জুন সর্বদল বৈঠকের পর ৩ জুলাই দলের সঙ্গে মমতার প্রথম বৈঠক। তাই, মুখ্যমন্ত্রী হিসেবে যে কথাগুলো সে দিন তিনি নবান্ন সভাঘরে বলেছিলেন, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী হিসেবে সেগুলো তিনি নিজের দলের কাছে ৩ তারিখের বৈঠকে স্পষ্ট করে দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
প্রতিটি বছরের ২১ জুলাই তৃণমূলের কাছে সমান মর্যাদার। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবারও ২১ জুলাই কলকাতায় সেই চেনা ভিড়ের ছবিটা দেখা যেত বলে দলের নেতাদের বক্তব্য। কিন্তু করোনা পরিস্থিতিতে জমায়েতের কোনও প্রশ্ন না-থাকায় সোশ্যাল মিডিয়াতেই তৃণমূলের তরফে বিকল্প ব্যবস্থা করা হতে পারে বলে বেশ কিছু দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে। খোলা মঞ্চ হোক বা সোশ্যাল মিডিয়া, তৃণমূল নেত্রীর বক্তৃতা তাঁর দলের কর্মীদের একইভাবে উদ্বুদ্ধ করে। তাই, এ বার ২১ জুলাইয়ের সেই বক্তৃতা কখন, কী ভাবে শোনা যাবে, তা জানতে মুখিয়ে তাঁর অনুগামীরা।