এতদিন শুধুমাত্র জেলাস্তরের অফিসারদের মধ্যে জেলাশাসক ও পুলিশ সুপারের বার্ষিক গোপন রিপোর্ট (এসিআর) গ্রহণ করে চূড়ান্ত মতামত লিখতেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, বিডিও, এসডিও, এডিএম-দের বার্ষিক কাজের মূল্যায়ন করতেন বিভিন্ন পর্যায়ের সরকারি আমলারা। তবে গত শুক্রবার কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের জারি করা নির্দেশ অনুযায়ী, এখন থেকে বিডিওদের বার্ষিক কাজের খতিয়ানও মূল্যায়ন করবেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মহকুমাশাসক (এসডিও) এবং অতিরিক্ত জেলাশাসকদের (এডিএম) কাজকর্মের ভিত্তিতেও চূড়ান্ত ‘নম্বর’ দেবেন তিনিই।
এর ফলে রাজ্যের ৩৪৪ জন বিডিও, ৬৬ জন এসডিও এবং ৬৯ জন এডিএম মুখ্যমন্ত্রীর দফতরের সরাসরি নজরদারিতে চলে এলেন। প্রসঙ্গত, ২০১৭-১৮ অর্থবর্ষ থেকে অর্থ দফতর অনলাইনে সেলফ অ্যাপ্রেজাল রিপোর্ট(এসএআর) তৈরির ব্যবস্থা করেছে। সেই রিপোর্ট থেকে অ্যানুয়াল কনফিডেনশিয়াল রিপোর্ট (এসিআর) তৈরি হয়। এ ক্ষেত্রে থাকে ‘রিপোর্টিং অথরিটি’, ‘রিভিউয়িং অথরিটি’ এবং ‘অ্যাকসেপ্টিং অথরিটি’। ২০১৯-২০ অর্থবর্ষ থেকে জেলা স্তরের সব গুরুত্বপূর্ণ অফিসারের এসিআর-এর ‘অ্যাকসেপ্টিং অথরিটি’ মুখ্যমন্ত্রী বলে নবান্ন সূত্রের খবর মিলেছে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, বিডিওদের বার্ষিক কাজের মূল্যায়ন প্রথমে জমা দিতে হত এসডিও’র কাছে। জেলাশাসকেরা তা পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন ও গ্রহণের জন্য পাঠাতেন বিভাগীয় কমিশনারদের কাছে। তবে গত শুক্রবারের নির্দেশে বলা হয়েছে, বিডিও’রা এসিআর জমা দেবেন জেলাশাসকের কাছে। সেখান থেকে বিভাগীয় কমিশনারদের অফিস ঘুরে তা যাবে মুখ্যমন্ত্রীর কাছে। রাজ্যের ৩৪৪ জন বিডিও’র এসিআরে চূড়ান্ত অনুমোদন এবং গ্রহণের কাজ করবেন মুখ্যমন্ত্রী নিজে।