করোনার জেরে দেশ জুড়ে লকডাউন। ভারতের একাধিক শিল্পে মন্দা। লকডাউনের জেরে বিশেষ করে মার খেয়েছে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলি। এই অবস্থায় ভারতের ক্ষুদ্র শিল্পগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে টেক সংস্থা গুগল।
সম্প্রতি মার্কিন সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, গুগল পে অ্যাপের মাধ্যমে দেশের কয়েক লক্ষ ক্ষুদ্র শিল্পের ব্যবসায়ীকে ঋণ দিতে রাজি গুগল। লকডাউনের জেরে ক্ষতির হাত থেকে ব্যবসায়ীদের একটু স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত। গুগলের তরফে জানানো হয়েছে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেই ব্যবসায়ীদের অর্থ সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতে গত ২৫ মার্চ প্রথম লকডাউন ঘোষণা করা হয়। তারপর থেকে দফায় দফায় চারবার লকডাউনের মেয়াদ বেড়েছে। এই তিন মাসে বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দেশের শিল্প ও অর্থনীতি। এই অবস্থায় ভারতের ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের ঋণ দিয়ে ভারতের ক্ষুদ্র শিল্পে দখল বাড়াচ্ছে গুগল।
প্রসঙ্গত, ২০১৯ সালে গুগল পে-এর বিজনেস অ্যাপের সূচনা হয়। তারপর থেকে ভারতের ৩০ লক্ষ ব্যবসায়ী এই বিজনেস অ্যাপে নাম নথিভুক্ত করেছেন। গুগল জানিয়েছে, ভারতে সরকারি হিসাব অনুযায়ী ৬ কোটি ক্ষুদ্র ও কুটির শিল্প রয়েছে।