চীনা সেনা ভারতীয় এলাকা দখল করেছে কি না, বা অনুপ্রবেশ ঘটিয়েছে কি না, তা নিয়ে সর্বদলীয় বৈঠকেই প্রশ্ন তুলেছিল কংগ্রেস। সংঘর্ষের দিন ঠিক কী ঘটেছিল তা জানতেও একাধিকবার প্রশ্ন করছে বিরোধী শিবির। যদিও বিরোধীদের কোন প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা আক্রমণ চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। এবার স্যাটেলাইট চিত্র তুলে ধরে লাদাখ সীমান্তে সংঘর্ষের ‘আসল রূপ’ দেখাতে চাইলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। সম্প্রতি একটি টুইট করে লাদাখ সীমান্তে দুটি চিত্র তুলে ধরেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। একটি সংঘর্ষের আগের ও অন্যটি পরবর্তী সময়ের। সেই ছবি পোষ্ট করেই তিনি বলেছেন, একই জায়গার পার্থক্য বোঝা যাচ্ছে। দুটি ছবি ২২ মে থেকে ২২ জুনের মধ্যে।
একই সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উদ্দেশ্যেও তোপ দেগেছেন চিদম্বরম। তাঁর কথায়, অতীতে বেঁচে থেকে লাভ নেই, বিজেপির অর্ধসত্য ভারতের অতীতকে নষ্ট করছে। প্রসঙ্গত কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে একাধিক টুইট করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। লাদাখ সীমান্তে সংঘর্ষ নিয়ে কংগ্রেসকে তোপ দাগেন তিনি। মন্তব্য করেন, একটি পরিবারের জন্যই আজকে দেশের এই অবস্থা। একইসঙ্গে গান্ধী পরিবারকে সমালোচনায় বিদ্ধ করেন তিনি। সেই প্রেক্ষিতেই স্যাটেলাইট চিত্র পোস্ট করে পাল্টা আক্রমণ শানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।