ভারতীয় অর্থনীতির পরিস্থিতি করোনার ধাক্কায় প্রবলভাবে বিধ্বস্ত। ক্রমেই লকডাউনের মেয়াদ বৃদ্ধির জেরে পরিস্থিতি খারাপ হচ্ছে। এমন অবস্থায় এবার অশনি সংকেত এল খোদ আইএমএফ-এর বার্তায়। যেখানে বলা হয়েছে যে ২০২০ সালে ৪.৫ শতাংশ সংকুচিত হতে চলেছে ভারতীয় অর্থনীতি।
আইএমএফ-এর বার্তা অনুযায়ী, ভারত ২০২০ সালে অর্থনীতির ক্ষেত্রে ঐতিহাসিক পতন দেখতে চলেছে। এবছর ভারতীয় অর্থনীতি সংকুচিত হয়ে যাবে ৪.৫ শতাংশ। যা শিল্পক্ষেত্রে বা বাণিজ্য ক্ষেত্রে এক মহাসংকট ডেকে আনতে পারে।
আইএমএফ এর প্রধান গীতা গোপীনাথ জানিয়েছেন, কোভিড মহামারীর জন্যই এমন পরিস্থিতি ভারতে দেখা যেতে চলেছে। কারণ করোনার জেরে ভারতের আর্থিক বছরের প্রথম অর্ধ খুবই খারাপ পরিস্থিতিতে রয়েছে। কার্যত ‘নেগেটিভ গ্রোথ’ হয়েছে আর্থিক বছরের প্রথম অর্ধে।
আইএমএফ জানিয়েছে, বিশ্বে ২০২০ সালে আর্থিক প্রবৃদ্ধির হার ৪.৯ শতাংশ। যা ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ফোরকাস্টের ভবিষ্যৎবাণী থেকে ১.৯ শতাংশ কম।
আইএমএফএর দাবি, ২০২১ সালে ভারত ঠিক ছন্দে ফিরে আসবে আর্থিক দিক দিয়ে। বিশ্ব অর্থনীতিও ২০২১ সালে ফের একবার ছন্দে ফিরতে শুরু করবে। ৫.৪ শতাংশ প্রবৃদ্ধি আগামী বছর হবে বলে দাবি আইএমএফএর।