আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে গ্রামে গ্রামে সংগঠন আরও মজবুত করতে এরমধ্যেই আলোচনা সভা শুরু করেছে তৃণমূল। আজ পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ওড়গ্রামে এমনই এক আলোচনা সভায় যোগ দিয়ে দেশের প্রধানমন্ত্রীকে রীতিমত তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল।
এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন অনুব্রত মণ্ডল। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘তুমি তেলেঙ্গানায় গরিব আদিবাসীদের উচ্ছেদ করছো। যদিও সরকারি জায়গায় তারা বসবাস করছে। কিন্তু এর আগে কংগ্রেস আমলে তো উচ্ছেদ করা হয়নি।’ অনুব্রত আরও বলেন যে, ‘প্রধানমন্ত্রী মানুষের ভালো চান না। তিনি মানুষের কোনও উপকার করেনি।’
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়েও কেন্দ্র তথা প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তোলেন অনুব্রত মণ্ডল। এদিনের সভা থেকে তিনি বলেন, ‘গুজরাতে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে আমেরিকা থেকে ৩ হাজার লোক এসে আমাদের দেশে করোনা ছড়িয়ে পালিয়ে গেল। প্রধানমন্ত্রী একজন অপদার্থ।’ আউশগ্রাম ১ ব্লকের সাতটি অঞ্চলেরদলীয় নেতৃত্ব এবং ব্লক নেতৃত্বদের নিয়ে এদিনের আলোচনা সভা হয়। এই সভায় দলীয় কর্মীদের কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশও দেন অনুব্রত।