‘বাংলা সহজপাঠ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা’- এই উক্তিটি গতবছরই শোনা গিয়েছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখে। এরপরেও গরুর দুধে সোনা পাওয়া যায় বলেও বিজ্ঞানের দফারফা করেছিলেন তিনি। ইতিহাস নিয়েও একের পর এক হাস্যকর মন্তব্য হামেশাই শোনা যায় বিজেপির নেতামন্ত্রীদের মুখে। এবার ভূগোলেও গণ্ডগোল ঘটালেন তাঁরা।
কথায় আছে, ‘বিজ্ঞানে অজ্ঞান, ভূগোলেতে গোল।’ আর বিজেপির সেই ভৌগলিক জ্ঞানের যে এমন করুণ অবস্থা, তা চোখে পড়ল সম্প্রতি। তাও কলকাতা শহরেই এক চীন-বিরোধী মিছিলে। যেখানে সব ছিল। স্লোগান, পোস্টার, ব্যানার। কিন্তু একটি মারাত্মক ভুল করে বসেছিলেন আয়োজকরা। ব্যানারে চীনের মানচিত্রের বদলে তাঁরা ছাপিয়ে এনেছিলেন আমেরিকার মানচিত্র। আর সেই ছবিই ছেয়ে গিয়েছে ইন্টারনেটে।
দেশপ্রেমকে সম্মান করলেও ভূগোলের জ্ঞানে এমন ফেল মেরে যাবেন প্রতিবাদীরা, তা কে জানত! সেই মুহূর্তের ভুলের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হাসির খোরাক পেয়ে যান বিরোধীরা। হাতে থাকা বিভিন্ন পোস্টার এবং ব্যানারেই বোঝা গিয়েছিল য়েজ যাঁরা এই মিছিলের আয়োজন করেছিলেন তাঁরা সবাই বিজেপির সমর্থক। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নেটিজেনরা মনে করিয়ে দিয়েছেন, কীভাবে কিম জং উনকে চীনের শাসক ভেবে তাঁর কুশপুতুল দাহ করেছিল বিজেপি। এবার সেই একই দল চীনের ম্যাপ ভেবে আমেরিকার ম্যাপ নিয়ে দিব্যি প্রতিবাদ করে গেল।