লকডাউনে মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিতে শুরু করেছেন তৃণমূলের ‘জয় হিন্দ বাহিনী’র সদস্যরা। ইতিমধ্যেই কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার ৩০০ পরিবারকে প্রতিদিন খাবার সরবরাহ করে আসছে তাঁরা। শুধু নিত্য প্রয়োজনীয় খাবার দিচ্ছে তাই নয় সঙ্গে থাকছে ফল, বিভিন্ন ধরনের জুস এবং বেবি ফুড। এছাড়াও, ত্রাণ-সহ যে কোনও সামাজিক প্রেক্ষিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ‘বাংলার যুবশক্তি’ নামে আরও একটি ‘অরাজনৈতিক’ কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল যুব কংগ্রেস। আর সেই কর্মসূচিতেই মাত্র ১৩ দিনের মধ্যে ১ লক্ষ আবেদন জমা পড়া নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার টুইট করে তৃণমূলের যুব সভাপতি তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘বাংলার যুবশক্তি নামের ওই কর্মসূচিতে যা প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে, তাতে আমি আপ্লুত। মাত্র ১৩ দিনে ১ লক্ষের বেশি যুব নিজের নাম নথিভুক্ত করিয়েছেন। যে টার্গেট নেওয়া হয়েছিল ৩০ দিনের জন্যে। আমি গোটা বাংলার যুব শক্তিকেই এগিয়ে আসতে বলব। আমি অত্যন্ত আনন্দিত এই দুঃসময়ে যুব সম্প্রদায় মানুষের পাশে দাঁড়াতে চাইছে দেখে। এটাই বাংলার যুবদের শক্তি।’
পরিসংখ্যান দিয়ে তিনি জানিয়েছেন, ১৩ দিনের মধ্যেই প্রায় ১০২২১২ যুবক-যুবতী ওই কর্মসূচিতে যোগ দিতে রেজিস্ট্রেশন করিয়েছেন। ৩৩৯ টি ব্লক ও ২৩০টি টাউন থেকে মানুষ রেজিস্ট্রেশন করিয়েছেন। তাঁদের সকলকেই ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল যুব সভাপতি। তৃণমূল সূত্রে খবর, সাধারণ মানুষ খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা-সহ যে কোনও ধরনের সমস্যায় পড়লে সাহায্য করতে এগিয়ে যাবেন ‘বাংলার যুবশক্তি’ সদস্যরা। রাজ্যজুড়ে আগামী এক মাসে এক লক্ষ তরুণ-তরুণী এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা দেখবেন, এমনটাই আশা করছেন তৃণমূল নেতৃত্ব।
এখন চলছে রেজিস্ট্রেশন-পর্ব। অভিষেকের বার্তা-সহ ভিডিও ইতিমধ্যেই ইউটিউবেও দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় টানা প্রচার চালিয়ে আগামী মাস থেকে শুরু হবে পাড়ায় পাড়ায় স্বেচ্ছাশ্রমের কাজ। যুব তৃণমূলের লক্ষ্য, রাজ্যের পুনর্গঠন প্রক্রিয়ায় অবদান রাখা। ‘বাংলার যুবশক্তি’ কর্মসূচির মাধ্যমে লক্ষাধিক তরুণ-তরুণী শহরে ও গ্রামে বিপন্ন মানুষের পাশে দাঁড়ালে উদ্বুদ্ধ হবেন এ রাজ্যের তামাম তরুণ প্রজন্ম। প্রাথমিক আগ্রহ দেখে যুব তৃণমূল নেতৃত্ব বিষয়টিকে ক্রমান্বয়ে প্রচারে নিয়ে আসছেন। ধীরে ধীরে এই যুবশক্তি নিয়েই মাঠে নামবে তৃণমূল।