গত বছর এই সময় বৃষ্টির জন্য হাহাকার চলছিল দেশে। এ বার বৃষ্টির অভাব নেই। উলটে প্রবল বর্ষণে দফায় দফায় বন্যার আশঙ্কা দেখা গিয়েছে। এই মরশুমে গোটা দেশে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ আলিপুর আবহাওয়া দফতর জানাল প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এর জেরে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। পাঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত তৈরি হওয়া একটি নিম্নচাপ অক্ষরেখা ও উত্তর উড়িষ্যায় সৃষ্ট হয়েছে ঘূর্ণাবর্ত। সেটি উত্তর-পশ্চিম দিকে এগোবে বলে জানা গিয়েছে। এর প্রভাবেই পূবালী হাওয়ায় প্রচুর জলীয়বাষ্প ঢুকবে রাজ্যে। চলতি সপ্তাহে ক’দিন ধরে দক্ষিণবঙ্গের আকাশ কখনও মেঘলা, কখনও হালকা বৃষ্টি হচ্ছে। তবে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে।
মরশুমের শুরু থেকেই ছন্দে রয়েছে মৌসুমী বায়ু। এ বার তা ক্রমশই সক্রিয় হয়ে উঠছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর প্রভাবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং কোচবিহার জেলায় আগামী কয়েক দিন বৃষ্টি চলবে ঝমঝমিয়ে। উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে।
আগামী ২৬ জুন পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, তুমুল বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী কয়েক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। উত্তরের জেলাগুলিতে কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।