জুন মাসের প্রথম দিন থেকেই দেশজুড়ে আনলক-১ চালু হতেই পেট্রোল-ডিজেলের দাম ক্রমেই বেড়ে চলেছে। এদিন আবারও বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এই নিয়ে চলতি মাসে টানা ১৭ দিন বাড়ল জ্বালানির দাম। কলকাতায় পেট্রোলের দাম আগেই লিটারে ৮১ টাকা ছাড়িয়েছে। মঙ্গলবার শহরে লিটার পিছু পেট্রোল বিকোচ্ছে ৮১.৪৫ টাকায়। দিল্লীতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার পিছু ৭৯.৭৬ টাকা। আজ দু বছরে সর্বাধিক বেশি হয়েছে দিল্লীর লিটার পিছু ডিজেলের দাম। লিটারে ৭৯.৪০ টাকা হয়েছে। সবমিলিয়ে গত ১৭ দিনে লিটারে ৮ টাকারও বেশি বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম।
১৬ মার্চ থেকে টানা ৮২ দিন অপরিবর্তিত থাকার পর জুনের ৬ তারিখ প্রথম বাড়ে পেট্রোল-ডিজেলের দাম। গত ১৬ দিনে দিল্লীতে পেট্রোলের দাম লিটার পিছু ৯.২১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮.৫৫ টাকা বাড়িয়েছে তেল সংস্থাগুলি। মঙ্গলবার দিল্লীতে পেট্রোলের দাম লিচারপিছু ২০ পয়সা ও ডিজেলের দাম লিটারপিছু ৫৫ পয়সা বেড়েছে। এ দিন কলকাতায় পেট্রোলের দাম ৮১.৪৫ টাকা প্রতি লিটার। ডিজেল বিক্রি হয়েছে ৭৪.৬৩ টাকা প্রতি লিটারে।
লকডাউনের ধাক্কা কাটিয়ে দেশীয় অর্থনীতি যখন ধীরে ধীরে ফের স্বাভাবিক হতে শুরু করছে, সেই সময় পেট্রোল ও ডিজেলের, বিশেষ করে ডিজেলের দামে এত অল্প সময়ে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পণ্য ও গণপরিবহণের খরচের মাধ্যমে সামগ্রিক মূল্যবৃদ্ধিতে ইন্ধন জোগাবে, তাতে কোনও সন্দেহই নেই। ইতিমধ্যেই ডিজেলের দাম বাড়ায় বেসরকারি বাসের মালিকরা ভাড়া বাড়ানোর দাবি তুলেছেন।
তাঁদের দাবি, করোনা সংক্রমণের ভয় ও সরকারি নির্দেশের জেরে এমনিতেই কম সংখ্যক যাত্রী নিয়ে বাস চালাতে হচ্ছে। তার ওপর এত চড়া দরে ডিজেল কিনতে হলে, তাঁদের আরও লোকসানের মুখে পড়তে হবে। তাই মালিকরা দাবি জানিয়েছেন, ভাড়া বাড়ানো হোক। এরই সঙ্গে রয়েছে উম্পুনের ধাক্কা। ঘূর্ণিঝড়ে বাজারে শাক-সব্জির দাম আকাশছোঁয়া। পাল্লা দিয়ে বেড়েছে মাছ-মাংসের দাম।