মারণ করোনা ভাইরাসের আক্রমণে একসময় রীতিমত বিধ্বস্ত হয়ে পড়েছিল ইতালি। তবে ধীরে ধীরে দেশটি ফুটবলকে সামনে রেখেই ফের ফিরে দাঁড়ানোর লড়াইয়ে নেমেছে। কোপা ইতালিয়া দিয়ে যে লড়াই শুরু হয়েছে। এরপরই শুরু হবে ইতালির ফুটবল লিগ সেরি আ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের সামনে রেখে ইতালির মানুষ কী ভাবে মাথা তুলে দাঁড়ানোর স্বপ্ন দেখছে, তা পরিষ্কার হয়ে যাচ্ছে সেরি আ-র মহাকর্তা, সিইও লুইজি দে সিয়েরভোর কথায়।
সিয়েরভো বলছিলেন, ‘আমাদের দেশের মানুষ অপেক্ষা করেছিল ফুটবল ফিরে আসার জন্য। কোপা ইতালিয়ার ফাইনাল এক কোটিরও বেশি মানুষ টিভিতে দেখেছে। যা একটা নতুন রেকর্ড। এ বার শুরু হতে চলেছে সেরি আ। আশা করছি, কোপা ইতালিয়ার মতই এই প্রতিযোগিতাও দারুণ সফল হবে।’
করোনা ভাইরাসের আক্রমণে ইউরোপীয় দেশগুলোর মধ্যে প্রথমে সব চেয়ে বিপর্যস্ত হয়েছিল ইতালি। এই মুহূর্তে সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই লাখ। ভেঙে পড়েছে অর্থনীতি। ফুটবল ক্লাবগুলোও আর্থিক বিপর্যয়ের মুখে। সেরি আ মহাকর্তার মন্তব্য, ‘শুধু দর্শকদের টিকিট বিক্রি করতে পারছি না বলেই ১০ কোটি ইউরো (যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৫১ কোটিরও বেশি) ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আমরা ফুটবল চালু করতে বদ্ধপরিকর।’
ফুটবলের মতো শারীরিক সংযোগ এবং সংঘর্ষের খেলায় কোনও ফুটবলারের করোনা ধরা পড়লে কী হবে? সেক্ষেত্রে প্রতিযোগিতা কি বন্ধ হয়ে যাবে? ইটালিতে সেই সম্ভাবনা নেই। সিয়েরভো বলছেন, ‘কোনও ফুটবলারের যদি কোভিড-১৯ ধরা পড়ে, তা হলে তাঁকে সঙ্গে সঙ্গে বাকিদের থেকে আলাদা করে দেওয়া হবে। বাকিরা খেলা চালিয়ে যাবে। যদিও তাঁদের স্বাস্থ্য পরীক্ষার মাত্রা আরও বেড়ে যাবে। পরে সুস্থ হয়ে গেলে সেই ফুটবলার আবার দলে যোগ দিতে পারবে। এই ভাবে চললে চ্যাম্পিয়নশিপটা শেষ করা যাবে।’