প্রকাশ্যে হুমকি দেওয়াই হোক বা অশালীন-বেফাঁস মন্তব্যের ফোয়ারা ছোটানো – সবেতেই গেরুয়া শিবিরের জুড়ি মেলা ভার। বিরোধী দলের নেতানেত্রীই হোক বা বিরোধী মত পোষণকারী কোনও বিশিষ্টজন, তাঁদের বিঁধতে গিয়ে বরাবরই বেপরোয়া মনোভাব দেখিয়েছেন বিজেপির নেতা-মন্ত্রীরা। রীতি মেনে সে পথেই হাঁটলেন সৌমিত্র খাঁ।
দলীয় কর্মীসভা থেকে ফের প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ। রাজ্যের পঞ্চায়েত দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরাকে ‘হাফপ্যান্ট মন্ত্রী’ বলে অশালীন সুরে কটাক্ষ করলেন তিনি। সৌমিত্র খাঁ’র আরও মন্তব্য, আগেরবারের ভোটে মন্ত্রী নিজের বুথেই হেরে গিয়েছেন। তাঁর এহেন কুরুচিকর মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরাও।