লক্ষ লক্ষ মানুষ চরম দারিদ্রের দিকে এগিয়ে যাচ্ছে৷ গরীবির কবলে কয়েক কোটি মানুষ৷ তাই আরও তিন মাসের জন্য বিনামূল্যে খাদ্যশস্য রেশনে দেওয়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷
করোনা সঙ্কটে এই নিয়ে মোদীকে দুবার চিঠি লিখলেন সোনিয়া৷ কংগ্রেস সভানেত্রীর দাবি, অস্থায়ী রেশন কার্ড ইস্যু করে বিনামূল্যে আরও তিন মাস খাদ্যশস্য বিতরণ করুক কেন্দ্র৷ কারণ, লক্ষ লক্ষ মানুষ দারিদ্রের কবলে৷
চিঠিতে সোনিয়া লিখেছেন, ‘অন্তঃদয়া অন্ন যোজনায় জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় প্রতি মাসে মাথাপিছু ৫ কেজি করে খাদ্যশস্য বিনামূল্যে আরও ৩ মাস দিক কেন্দ্র৷ যে ভাবে লকডাউনের শুরুতে ঘোষণা করা হয়েছিল৷ অর্থাত্ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্তও বিনামূল্যে খাদ্যশস্য রেশনে দেওয়া হোক৷ এছাড়াও, দেশের একটা বড় অংশের গরীব পরিবারের রেশন কার্ড নেই৷ তাদের অস্থায়ী ভাবে রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করা হোক৷’
এর আগে প্রথম চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে লিখেছিলেন, বিশ্ববাজারে অশোধিত তেলের দাম কমা সত্ত্বেও, করোনা সঙ্কটে এই ভাবে জ্বালানির দাম বাড়ানোর কোনও যুক্তি নেই৷ অসহায় মানুষের কাছ থেকে কেন্দ্র ফায়দা তুলছে বলেও অভিযোগ করেন সোনিয়া৷