এই করোনা অতিমারি পরিস্থিতিতেই ফের রাজ্যে ধাক্কা খেল গেরুয়া শিবির। এবার বিজেপি পরিচালিত গ্রামপঞ্চায়েত থেকে কোনও রকম সাহায্য সহযোগিতা এবং সরকারি প্রকল্পের সুবিধা না পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে শামিল হতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভাণ্ডার গ্রামপঞ্চায়েতের বহু মানুষ। কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন ভাণ্ডার অঞ্চলের টুঙ্গইল বিলপাড়ার বিজেপি কর্মী-সমর্থকেরা।
কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার ভাণ্ডার গ্রামপঞ্চায়েতের টুঙ্গইল বিলপাড়ায় এই দলবদল কর্মসূচীতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের তৃণমূল বিধায়ক তপন দেব সিংহ, তৃণমূলের ভাণ্ডার অঞ্চল কমিটির সভাপতি উত্তম ঘোষ, তৃণমূল নেতা পরিমল গোস্বামী, প্রবোধ দেবশর্মা-সহ অন্যান্য ব্লক তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের কালিয়াগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ভাণ্ডার অঞ্চল কমিটির সভাপতি উত্তম ঘোষ বলেন, বিজেপির দখলে থাকা ভাণ্ডার গ্রামপঞ্চায়েতের মানুষ রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন না৷ তাই বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে এলাকার বহু বিজেপি কর্মী-সমর্থক ও তাদের পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়ন কর্মযজ্ঞে শামিল হতে চান।