সীমান্তে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে এলোপাথাড়ি গুলি করা হয়। যদিও যোগ্য জবাব দেয় বাহিনী। পাক গোলাবর্ষণে নওশেরায় শহীদ হয়েছেন এক সেনা জওয়ান।
প্রতিরক্ষা দফতরের মুখপাত্র জানিয়েছেন, সোমবার ভোর ৩.৩০ নাগাদ পুঞ্চের কৃষ্ণা ঘাটি সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। জানানো হয়েছে, ‘নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় কৃষ্ণা ঘাটি সেক্টরে বিনা প্ররোচনায় মর্টার শেল ছুড়ে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। যোগ্য জবাব দিয়েছে ভারতীয় বাহিনীও।’ ঠিক এরপর ভোর ৫.৩০ নাগাদ রাজৌরির নওশেরা সেক্টরে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। সেখানে দু পক্ষের মধ্যে চলে প্রবল গুলিবর্ষণ।
প্রসঙ্গত, সীমান্ত দিয়ে সন্ত্রাসবাদীদের পাচার করারও চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। চুপ করে নেই ভারতীয় সেনাও। সম্প্রতি জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ দমনে সাম্প্রতিক সময়ে বড় সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী।