করোনার জেরে বিশ্বজুড়ে লকডাউনের পর ধীরে ধীরে অনেক টুর্নামেন্ট শুরু হচ্ছে, খেলার দুনিয়া গতি পাচ্ছে। আর ঠিক তখনই করোনাভাইরাস থাবা বসালো টেনিস দুনিয়ায়। গ্রিগর দিমিত্রভ করোনায় আক্রান্ত হয়েছে। নিজেই সেকথা জানিয়েছেন তিনি। সম্প্রতি বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ ও আরও কয়েক জনের সঙ্গে টুর্নামেন্ট খেলেছেন তিনি।
তিনি লেখেন, “আমি আমার সমর্থক, বন্ধু ও অন্যদের বলতে চাই, যে আমি করোনা আক্রান্ত হয়েছি। মোনাকোতে ফিরে আসার পরে আমার রিপোর্ট পজিটিভ এসেছে। তাই আমি সবাইকে বলতে চাই, গত কয়েক দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, প্রত্যেকে নিজেদের নমুনা পরীক্ষা করিয়ে নিন। দয়া করে সবাই আগে থেকে সতর্ক হন। আমার জন্য যাঁরা সমস্যায় পড়লেন তাঁদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। এই মুহূর্তে আমি বাড়িতে রয়েছি ও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। সবার ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।”
গত শনিবার ক্রোয়েশিয়ার আড্রিয়াটিক উপকূলে বালকান্স টুর্নামেন্টের দ্বিতীয় লেগেও অংশ নেন দিমিত্রভ। ওই টুর্নামেন্টে ক্রোয়েশিয়ার দলে ছিলেন তিনি। সেখানে বোর্না করিচের কাছে হেরে যাওয়ার পরেই অসুস্থতার কারণে নিজেকে সরিয়ে নেন দিমিত্রভ। সূত্রের খবর, এই দুটি টুর্নামেন্টে অংশ নেওয়া প্রত্যেক প্লেয়ারের নমুনা পরীক্ষা করা হবে।