গত মরশুমে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ম্যাচের আগের দিনই বাংলার ড্রেসিংরুমে বোলিং কোচ রণদেব বসুর সঙ্গে আপত্তিকর বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন অশোক দিন্দা। তড়িঘড়ি দল থেকে বাদ দেওয়া হয় অভিজ্ঞ সৈনিককে। এবার সেই ক্ষোভ থেকেই বাংলা ছাড়ার পথে দিন্দা। সূত্রের খবর, গোয়া অথবা ছত্তিশগঢ়ের হয়ে আগামী মরশুমে রঞ্জি ট্রফি খেলতে দেখা যেতে পারে অভিজ্ঞ পেসারকে।
কেন বাংলা ছাড়ছেন তিনি? দিন্ডা বলে দিলেন, ‘‘দলের মধ্যে এমন একজন আছেন যে থাকলে আমার থাকা সম্ভব নয়। সে চলে গেলে আমি হয়তো থাকতাম। কিন্তু সে যে হেতু দলের সঙ্গে আছে, তাই আমি থাকব না।’’ অনেকেই মনে করেন, তিনি হয়তো বোলিং কোচ রণদেব বসুর সঙ্গে একই ড্রেসিংরুম ব্যবহার করতে চান না। কিন্তু এ ভাবে বাংলা ছাড়তে হবে কখনও কল্পনা করেছিলেন? দিন্দা এ দিন বলেন, ‘‘পরিস্থিতি মেনে নিতেই হবে। এটা চাকরির মতো। এক জায়গা থেকে জায়গায় যাচ্ছি।”
সিএবি-র কাছে এখনও ছাড়পত্রের আবেদন করেননি তিনি। আগামী সপ্তাহের মধ্যেই তা করবেন। সিএবি সূত্রে খবর, দিন্দা যদি ছাড়পত্র আবেদন করেন, তাঁকে আর আটকে রাখা হবে না। কিন্তু কোথায় যাচ্ছেন বাংলার পেসার? সূত্রের খবর, গোয়া ও ছত্তিশগঢ়ের সঙ্গে প্রাথমিক কথা হয়েছিল। গোয়ায় যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে পাকাপাকি এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। দিন্দা বলছিলেন, ‘‘এমন কোনও রাজ্যে যাব না যেখানে ক্রিকেট সবে শুরু হয়েছে। এমন কোনও রাজ্যের হয়ে খেলতে চাই যেখানে পরিবারের সঙ্গে ছুটি কাটানো যাবে। তবে কোথায় যাব তা এখনও ঠিক হয়নি।’’