বিরোধীদের সমস্ত অভিযোগকে নস্যাৎ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, রাজ্যে যথেষ্ট পরিমাণেই কোভিড টেস্ট হচ্ছে। রাজ্যের স্বাস্থ্যদফতরের প্রতিদিনের বুলেটিনের দিকে নজর রাখলেও সে ছবিটা পরিষ্কার হয়ে যাবে। রোজই একটু একটু করে বাড়ছে নমুনা টেস্টের সংখ্যা। যেমন শুধু আজকেই সাড়ে ১০ হাজারেরও বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে।
তবে এতেও ঠিকঠাকভাবে বাগে আনা যাচ্ছে না মারণ করোনা ভাইরাসকে। সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলায় সংক্রমিত হয়েছেন ৪১৪ জন। এখনও পর্যন্ত ১৩ হাজার ৯৪৫ জনের শরীরে মিলেছে ভাইরাস। তবে এঁদের মধ্যে অ্যাকটিভ কেসের সংখ্যা অর্ধেকেরও কম। এই যেমন গত ২৪ ঘণ্টাতেই অ্যাকটিভ কেস কমল আরও ৩৩টি। বর্তমানে করোনা অ্যাকটিভ ৫ হাজার ৯৩ জন।
এদিকে কলকাতা একদিনে আক্রান্ত হয়েছেন ১২৬ জন। যদিও তার থেকে সুস্থ হওয়ার সংখ্যা অনেকটাই বেশি। ২০১ জন সুস্থ হয়ে উঠেছেন ২৪ ঘণ্টায়। একই ছবি গোটা রাজ্যেও। আক্রান্তের সংখ্যা ছাপিয়ে একদিনে করোনাজয়ী ৪৩২জন। রাজ্যে মোট ৮ হাজার ২৯৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। সুস্থতার হার ৫৯.৪৯ শতাংশ। এই সংখ্যাটাই যেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহস জোগাচ্ছে বঙ্গবাসীকে।