ধীরে ধীরে করোনা পরিস্থিতির সামান্য উন্নতি হল বাংলায়। যেখানে দেখা গেছে, গতকাল রাজ্যে নতুন আক্রান্তদের তুলনায় সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের সংখ্যা বেশি। সেইসঙ্গে সামগ্রিকভাবে রাজ্যে সুস্থতার হারও বেড়ে দাঁড়িয়েছে ৫৮.১২ শতাংশ। টবেবএই স্বস্তির মধ্যেও করোনায় মৃত্যু অব্যহত থাকায় উদ্বিগ্ন রয়েছেন প্রশাসনিক কর্তারা।
গতকাল সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যে এক দিনে আরও ৪৪১ জনের শরীরে এই মারণ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গিয়েছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৫৩১ জন। এর মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৮৬৫ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ৫৬২ জন।
এছাড়াও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে ৫ হাজার ১২৬ জনের। সেইসঙ্গে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১ লক্ষ ৩৬ হাজার ৫৮২ জন। এখনও পর্যন্ত মোট ২ লক্ষ ৯৭ হাজার ৩০৮ জনকে কোয়ারানটাই করা হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। এ দিকে, রাজ্যে করোনার বলি হয়েছেন আরও ১১ জন। ফলে মোট মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ৫৪০।