রাজ্যে ঘূর্ণিঝড় উম্পুনের তাণ্ডবের পরই ক্ষতিপূরণ ও ত্রাণ নিয়ে কোনও প্রকার দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন কথা, তেমন কাজ। এবার উম্পুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগে চণ্ডীতলা গরলগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোজ সিংকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল।
শুক্রবার দলের জেলা সভাপতি দিলীপ যাদবকে ডেকে পাঠান তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সি। নথিপত্র সমস্ত খতিয়ে দেখে ওই পঞ্চায়েত প্রধানকে বহিষ্কার করার সিদ্ধান্ত জানিয়ে দেন পার্থ চট্টোপাধ্যায়।
চন্ডীতলা-২ ব্লকের গরলগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোজ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ, ঝড়ে বাড়ির ক্ষতি হয়েছে দেখিয়ে স্ত্রী মিনতি সিংয়ের নাম তিনি ক্ষতিপূরণ প্রাপকদের তালিকায় তুলে দেন। জানা গিয়েছে, গরলগাছা পঞ্চায়েতে ১১৯ জন ক্ষতিগ্রস্তের নামের তালিকা তৈরি হয়েছিল প্রথমে। সেই তালিকাতেই নিজের স্ত্রী –সহ পরিচিত আরও বেশ কয়েকজনের নাম তুলে দেন পঞ্চায়েত প্রধান। কিন্ত বাস্তবে ঘূর্ণিঝড়ের দাপটে যাঁরা গৃহহীন হয়েছেন তাঁদের নাম এই তালিকা থেকে বাদই রয়ে গেছে।
হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় জানান, উম্পুনে ক্ষতিপূরণ নিয়ে গরলগাছা পঞ্চায়েতে দুর্নীতির ঘটনা সামনে আসে। এরপরেই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধান মনোজ সিংকে ইস্তফা দিতে বলেন। তাতে অনুমোদন দেন সুব্রত বক্সি। জেলা প্রশাসনের পক্ষ থেকেও ঘটনার তদন্তও শুরু হয়। এরপরেই শুক্রবার ওই পঞ্চায়েত প্রধানকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল তৃণমূল।