করোনার থাবায় যখন থরহরিকম্প গোটা দেশই, তখন খানিকটা স্বস্তি বাংলায়। কারণ রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার বেড়ে দাঁড়াল ৫৫.৭৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩০২ জন করোনা থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। মোট সুস্থ হয়েছেন এখনও পর্যন্ত ৭৩০৩ জন। বৃহস্পতিবার বৈঠকের পরই শুক্রবার সেফ হোম প্রস্তুত করা হয়েছে। রাজ্যে নতুন করে ৩৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ১৩০৯০ জন। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫২৫৮ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা রাজ্যে বেড়ে দাঁড়াল ৫২৯ জন। যদিও এখনও পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৩৮০৬১২টি। পজিটিভিটি রেট ৩.৪৪ শতাংশ। রাজ্যে করোনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮টি। এসআরএল ল্যাবে শুরু হয়েছে করোনা পরীক্ষা। শুক্রবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। মৃদু উপসর্গ কিংবা উপসর্গহীন করোনা আক্রান্তদের চিকিৎসায় সেফ হোমের ব্যবস্থা করা হয়েছে। ১০৬টি সেফ হোম মিলিয়ে ৬৯০৮টি শয্যা রয়েছে। বর্তমানে ২৪১ জন রোগী চিকিৎসাধীন সেফ হোমে।