করোনার জেরে লকডানের সময় দাম কমেছিল পেট্রোল ডিজেলের। তবে লকডাউন কিছুটা শিথিল হতেই চড়চড় করে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। টানা ১৩ দিন বাড়ল জ্বালানি তেলের দর। শুক্রবার পেট্রোলের দাম লিটারে বেড়েছে ৫০ থেকে ৫৬ পয়সা। ডিজেল বেড়েছে লিটারে ৫৪ থেকে ৬৩ পয়সা।
কলকাতায় পেট্রোলের দাম হল ৮০ টাকা ১৩ পয়সা, ডিজেল ৫৭ পয়সা বেড়ে লিটারে ৭২ টাকা ৯৬ পয়সা। মুম্বইয়ে পেট্রোল হয়েছে ৮৫ টাকা ২১ পয়সা, ডিজেল ৭৫ টাকা ৫৩ পয়সা। চেন্নাইয়ে পেট্রোল হল ৮১ টাকা ৮২ পয়সা, ডিজেল ৭৪ টাকা ৭৭ পয়সা।
দিল্লীতে পেট্রোল ৭৭ টাকা ৮১ পয়সা থেকে বেড়ে হয়েছে ৭৮ টাকা ৩৭ পয়সা। ডিজেল লিটারে ৬৩ পয়সা বেড়ে হয়েছে ৭৭ টাকা ৬ পয়সা। ১৩ দিনে সবমিলিয়ে দিল্লিতে পেট্রোলের দাম বাড়ল লিটারপিছু বাড়ল ৭ টাকা ৯ পয়সা, ডিজেল ৭ টাকা ৬৭ পয়সা।