করোনা আবহে এবং লকডাউন পরিস্থিতিতে মিটিং মিছিলের মতো রাজনৈতিক কর্মসূচি বন্ধ। করোনা সংক্রমণের জের থাকতে থাকতেই ২০২১ সালের বিধানসভা নির্বাচন চলে আসার সম্ভাবনা। তাই মিটিং মিছিল করে ভোটপ্রচারের আশা করছে না রাজনৈতিক দলগুলি। এই অবস্থায় ভোটের বৈতরণী পার করতে নয়া কৌশল নেওয়া হবে বলে বৃহস্পতিবার জানিয়ে দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
পাশাপাশি লাদাখ ইস্যুতেও মুখ খোলেন তৃণমূল নেতা। ভারতীয় জওয়ানদের শহীদ হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি তোপ দাগেন প্রধানমন্ত্রীকে। বলেন, ‘উনি ২০ বার চিনে গিয়েছেন চীনের দালালি করতে।”
অনুব্রত বলেন, “উনি আবার বড় বড় কথা বলছেন কি? এই ঘটনার জন্য উনিই দায়ী। নিজেই তো ২০ বার চীনে গেছিলেন দালালি করতে”।
দলীয় কর্মীদেরও সতর্ক করে দেন অনুব্রত। গত লোকসভা নির্বাচনের ফলাফলে কেতুগ্রাম বিধানসভার কয়েকটি অঞ্চলে বিজেপির বাড়বাড়ন্ত নিয়ে অঞ্চল নেতাদের সতর্ক করে দেন তিনি। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, “সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে।”