বর্ষামুখর দিনে আরাম কেদারায় শরীর এলিয়ে দিয়ে বই পড়তে কার না ভালো লাগে! তবে সব সময় চাইলেই তো আর হয় না। সময়, সুযোগের ব্যাপারটাও দেখতে হবে। তার উপর তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বলে কথা। বছরের অধিকাংশ সময়ই দেশ-বিদেশে ঘুরে বেড়াতে হয় ম্যাচ খেলার জন্য। তাই বাড়ির ব্যালকনিতে বসে বৃষ্টির মাদকতা উপভোগ করা কিংবা বইয়ের পাতায় চোখ রাখার ফুরসত সচরাচর হয়ে ওঠে না বিরাট কোহলির। সেই আপশোস অবশেষে মিটল। করোনার সৌজন্যে। লকডাউন ধীরে ধীরে উঠছে ঠিকই, তবে ক্রিকেটের চাকা কবে ঘুরবে তা এখনও জানা নেই। আপাতত টিম ইন্ডিয়ার বাকি সদস্যদের মতোই গৃহবন্দি কিং কোহলি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ভারত অধিনায়ক। তাতে দেখা যাচ্ছে, মুম্বইয়ের ফ্ল্যাটের ব্যালকনিতে চেয়ারে বসে বই পড়ছেন ‘ভিকে’।
ছবিটি পোস্ট করে বিরাট কোহলি লেখেন, “মুম্বইয়ে দারুন আবহাওয়া। মুম্বইয়ে প্রথমবার বর্ষা উপভোগ করছি। বই পড়া শুরু করার জন্য এর থেকে ভালো সময় আর হতে পারে না।”
কোহলির এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। এবি ডিভিলিয়ার্স লিখেছেন, সফিসটিকেটেড! আর ডেভিড ওয়ার্নার মজা করে লেখেন, “যুবক বিরাট কোহলি মনে হচ্ছে অল্প অল্প সাদা দাড়ি..”