গত ২ দিন ধরেই লাদাখে ভারত-চীন সীমান্তে ক্রমশ বাড়ছে উত্তেজনা। ইতিমধ্যেই দুই দেশের খণ্ডযুদ্ধে প্রাণ গেছে ২০ জন ভারতীয় জওয়ানের। দীর্ঘ ৪৫ বছর পর ভারত-চীন সীমান্তে এহেন সঙ্ঘর্ষের ঘটনায় তোলপাড় দেশ। আর এই ঘটনার পরেই গোটা দেশজুড়ে চীনা পণ্য বয়কট করার দাবি উঠেছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় এই সমস্ত পণ্য পুড়িয়ে ফেলার ঘটনাও ঘটে গিয়েছে। কিন্তু এবার চীনা পণ্যের সঙ্গে চীনা খাবারের প্রসঙ্গ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে। যা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে দেশে।
ভারত-চীন সঙ্ঘর্ষের প্রসঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী দাবি তুললেন, চীনা খাবার বিক্রি করে এমন রেস্তোরাঁ নিষিদ্ধ করা হোক। চীনা পণ্যের সঙ্গে চীনা খাবারও বয়কট করতে হবে ভারতীয়দের। কারণ চীন হচ্ছে একটা বিশ্বাসঘাতক দেশ। ওদের সব কিছুই আমাদের বর্জন করা উচিত। অন্যান্য পণ্যের পাশাপাশি চীনা খাবার এবং এই সমস্ত খাবার বিক্রি করা সমস্ত হোটেল এবং রেস্তোরাঁও বন্ধ করতে হবে সারা দেশে।
উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে ইতিমধ্যেই চীনা পণ্য বয়কট করার আওয়াজ উঠেছে। সঙ্ঘর্ষের প্রাথমিক সময় থেকেই চীনের পণ্য নিষিদ্ধ করার আওয়াজ তোলা হয়েছিল। একদিনে সম্ভব না হলেও ধীরে ধীরে চীনকে বাতিল করার পরিকল্পনা নিয়েছে ভারতবাসী। কিন্তু এই প্রেক্ষিতে রামদাস আটাওয়ালের কথা যে অত্যন্ত হাস্যকর, তা মনে করছে নেটিজেনদের একাংশ।